WestBengalBangla

Jan 07 2024, 13:40

*মার ডাকেই এসেছি নৈহাটির বড়মাকে পুজো দিয়ে বললেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী*


উত্তর ২৪ পরগনা: নৈহাটি বাসীকে ভূলবার নয়। এখানকার মানুষ তাকে পরিবারের লোক মনে করেন। তবে মায়ের ডাকেই এখানে এসেছি। রবিবার নৈহাটির বড়মাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তাঁর কথায়, নতুন করে কিছু চাইতে আসেনি। যদিও এই অঞ্চলের মানুষের অনেক স্নেহ-ভালোবাসা পেয়েছি। মায়ের কাছে শান্তি প্রার্থনা করেছি।

শান্তি ফিরলেই সব ভালো থাকবে। প্রসঙ্গত, টানা দু'বছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কিন্তু নৈহাটির বড়মা মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আসা ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তাহলে কি দীনেশ ত্রিবেদী ? তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর জুড়েই। যদিও মায়ের মন্দিরে রাজনীতির কথা বলতে নারাজ ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।

WestBengalBangla

Jan 07 2024, 11:36

*সিপিএমের আমলে না হওয়া রাস্তার কাজের উদ্বোধন হল তৃণমূল কংগ্রেসের আমলে*


 এসবি নিউজ ব্যুরো: সিপিএমের আমলে যে রাস্তা হয়নি সেই রাস্তার কাজ শুরু হল তৃণমূল কংগ্রেসের আমলে । রাস্তা পেয়ে খুশি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের পান্জিপারা গ্রাম পঞ্চায়েতের মদিনা চক এলাকার বাসিন্দারা।আজ সকাল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তথা গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানী ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার শুভ উদ্বোধন করলেন।

তিনি জানিয়েছেন, একের পর এক রাস্তার উদ্বোধন করা হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির অনুপ্রেরণায় এলাকার মানুষের উপকারের কাজ করা হচ্ছে ।তেমনি আজ প্রায় ২ কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হল। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন সিপিএমের আমলে থেকে আমরা বলে আসছিলাম আমাদের একটিমাত্র সমস্যা এই রাস্তাটি। তবে এই তৃণমূলের আমলে গিয়ে রাস্তার উদ্বোধন করা হল এবং কাজও শুরু হয়ে যাবে এতে আমরা খুশি।

WestBengalBangla

Jan 07 2024, 11:14

*ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে,যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা মন্তব্য দিলীপের*


 এসবি নিউজ ব্যুরো: ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে,যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা মন্তব্য দিলীপ ঘোষের। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বগদা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন,এর আগেও বিধানসভার আগে ব্রিগেডে সমাবেশ করেছেন বামপন্থীরা।

ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। গতবারে আইএসএফ-কংগ্রেস কেউ সঙ্গে নিয়েছিলেন। এবারে তাদেরকে ডেকেছেন কিনা জানিনা। 

অধীর চৌধুরী বলেছেন পশ্চিমবঙ্গে এবং মণিপুরে আইনশৃংখলা ভেঙে পড়েছে, কিন্তু বিজেপির ক্ষমতা নেই রাষ্ট্রপতি শাসন জারি করতে, অথবা সন্দেশখালিকে উপদ্রুত এলাকা ঘোষণা করুক বিজেপি। কিন্তু তা পারবেনা বিজেপি কারন তৃনমূল এবং বিজেপি জোট আছে। বিজেপি তো কেন্দ্রে ক্ষমতায় আছে। এ প্রসঙ্গে দিলীপের মন্তব্য, কংগ্রেস তো এর আগে ডজন ডজন নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে। তাতে গণতন্ত্রের কি লাভ হয়েছে? মানুষের কি লাভ হয়েছে?

গণতান্ত্রিক হিসাবে নির্বাচিত সরকার পালন না করে জনতায় তাকে দেখবে। জনতায় তাকে রায় দিয়েছে। বিজেপি দেখছে তাদের যে সিস্টেম আছে। সিস্টেমের বাইরে কিছু করে না। যারা গন্ডগোল করছে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরকার করছে। আদালত থেকে ইডি সিবিআই করছে। পশ্চিমবাংলা মানুষ ভাবুন ব্যাপারটা এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে। তারা ভোট দিয়ে জিতেছেন। আর তারা কাদেরকে লালন-পালন করে এই ধরনের পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে। 

সন্দেশখালিতে ইডির উপর হামলাকে ‘বোকামি’ মন্তব্য শতাব্দীর,তৃণমূল সাংসদের দাবি, এতে ক্ষতি হল দলের। পাল্টা দিলীপ ঘোষ বলেন, দলের কি হলো সেই নিয়ে ওনারা চিন্তিত। পশ্চিমবাংলা থেকে দেশের কি হচ্ছে চিন্তা নেই ? তিনি যেখান থেকে এমপি, সেই বীরভূম জেলায় তো সবচেয়ে বেশি উপদ্রব। এরকম ঘটনা সেখানে বহুবার হয়েছে, আমাদের উপরও হয়েছে। আমি জানিনা তখন তিনি কি বলেছিলেন। কিন্তু সারা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বীরভূম এক্সটেনশন হয়ে যাচ্ছে। 

বামেদের আমন্ত্রণে বাংলায় আসতে পারেন নীতীশ? নানা সমীকরণের কথা ভেবেই সিপিএম চাইছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসুন। তাতে তৃণমূলকে বাদ দিয়ে বাংলায় ‘ইন্ডিয়া’র ছবি তৈরি করতে পারবে আলিমুদ্দিন ? এই নিয়ে দিলীপের মন্তব্য, ইন্ডিয়া হবে কি, হবে না, নীতীশ আসবেন কিনা আমি জানিনা। এটা ঠিক যে সিপিএম বাঁচার জন্য এখন বহু লোকের হাতে পায়ে ধরছে। ডুবে যাওয়ার আগে। বিহারে তো আশা নেই। তাই কখনো বেনারস এবং কোনদিন কলকাতা আসুন ঘুরে যান একটু ভালো হবে। যেখানেই যান বাঁচার কোন রাস্তা নেই।

আগামী ২২ জানুয়ারী উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে এই মন্দিরের। দ্বারোদঘাটনের পর ওইদিনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ভগবান রামলালার বিগ্রহ কোলে করে বর্তমান মন্দির থেকে নবনির্মিত রামমন্দিরে নিয়ে যাবেন নরেন্দ্র মোদী। এরপর সেটি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হবে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন,ওই দিন বিজেপির সব কর্মীরা এই মহান উৎসবে অংশগ্রহণ করবেন।

এখানে যেখানে আয়োজন হবে সব জায়গায় তারা সহযোগিতা করবেন। ধুমধাম করে উৎসব পালন করা হবে। দেশের কোনা কোনা থেকে মানুষ আসছে। বিভিন্ন সামগ্রিকও আসছে। গুজরাট থেকে ১০৮ ফুটের ঐতিহাসিক ধূপকাঠি এসেছে। সেইমত পশ্চিমবাংলা থেকেও আমরা সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠাবো এখান থেকে ঠিক হয়েছে। সেই মধু কালেকশন হচ্ছে।

WestBengalBangla

Jan 07 2024, 10:36

*ব্রিগেডে DYFI-এর মেগা সমাবেশ*


২০২৪ সালের লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এদিকে আজ ব্রিগেড গ্রাউন্ডে শক্তি প্রদর্শন করতে চলেছে DYFI। মূলত লোকসভা ভোটের আগে ব্রিগেডে আজ DYFI-এর মেগা সমাবেশ হবে। ব্রিগেডের মূল মঞ্চে লেখা, 'যৌবনের ডাকে জনগণের ব্রিগেড।' জেলা থেকে কলকাতা শহর মুখী বাম কর্মী সমর্থকেরা। শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল সমাবেশ। আজ বামেদের ব্রিগেডে তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে আজকের এই সমাবেশকে ঘিরে বাম ছাত্র, যুবদের উন্মাদনা তুঙ্গে।

এই ব্রিগেডে হাজির হয়েছেন ‘কমরেড’ মীনাক্ষীর বাবা ও মা। আজকের এই মেগা সমাবেশকে নিয়ে মীনাক্ষীর বাবা জানান, ‘মেয়ে বা বাবা হিসেবে নয়, কমরেড হিসেবে এসেছি।‘ অন্যদিকে নেত্রীর মা জানাচ্ছেন, ‘আমার মেয়ের সঙ্গে লক্ষ লক্ষ লক্ষ্মী আছে।‘

WestBengalBangla

Jan 07 2024, 09:29

সুন্দরবন থেকে নৌকায় করে এসে ব্রিগ্রেডের উদ্দেশ্যে রওনা বামপন্থীদের

উত্তর ২৪ পরগনা: আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ব্রিগেডে মীনাক্ষী মুখার্জির জনসভা । আর সেই জনসভায় যোগদান করার জন্য রাতের অন্ধকার থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থীরা । তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন ।কার্যত রাজ্যজুড়ে তৃণমূলের যে সন্ত্রাস , বসিরহাটের সরবেড়িয়ায় শাহজাহান শেখের যে দুর্নীতি সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কি বার্তা দেন মীনাক্ষী মুখার্জি সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করতে যাচ্ছে সুন্দরবন এলাকার বামপন্থীরা ।

WestBengalBangla

Jan 07 2024, 08:21

*গল্প* *মনোজ দে নিয়োগী*

গল্প

মনোজ দে নিয়োগী

WestBengalBangla

Jan 07 2024, 07:51

*আজকের রাশিফল ৭ ই জানুয়ারি ( রবিবার) *


মেষ রাশিফল (Sunday, January 7, 2024)

যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন, কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। কোন কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন। আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন। আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর উনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থের কারণে পীড়িত হতে পারেন। অফিসের কাজের সাথে জড়িয়ে পড়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তাই না? তবে প্রতিটি মুদ্রার একটি ফ্লিপ সাইড রয়েছে। আপনি যদি মনোযোগ দিয়ে আপনার কাজটি করেন তবে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারেন।

প্রতিকার :- ঘন ঘন সবুজ জামাকাপড় পড়লে তা আপনার জীবনে পসিটিভ পরিবর্তন আনবে।

বৃষভ রাশিফল (Sunday, January 7, 2024)

কথা বলবার আগে দুবার ভাবুন। আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন। এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না-কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন।জীবন কে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ অধিকারের জন্য কোনো অশ্বথ গাছে জল দিন ও ঘি এর প্রদীপ জ্বালান।

মিথুন রাশিফল (Sunday, January 7, 2024)

আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবন আশা আনবে। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। জীবনে সরলতা তখনি থাকে যখন আপনার ব্যাবহারে সরলতা থাকে। আপনার ব্যাবহারে সরলতা নিয়ে আসা দরকার।

প্রতিকার :- সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পরুন।

কর্কট রাশিফল (Sunday, January 7, 2024)

সাময়িক স্বাস্হ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। আপনার জোর এবং আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ এবং পরামর্শ দিতে পারে।

প্রতিকার :- ব্রোঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে।

সিংহ রাশিফল (Sunday, January 7, 2024)

আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে। আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না। অতএব, আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন।

প্রতিকার :- প্রতিদিন শুদ্ধ মধু ব্যবহার করলে ভালো সাংসারিক জীবন উপভোগ করবেন।

কন্যা রাশিফল (Sunday, January 7, 2024)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে। আপনার সময়মত সাহায্য কারো জীবন বাঁচাতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিতও করবে। সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে। আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের বস্ত্র দান করলে তাদের প্রেমের জীবন সুখী ও আনন্দের হবে।

তুলা রাশিফল (Sunday, January 7, 2024)

কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। বাড়ির কাজ আপনাকে প্রায়সময়েই ব্যস্ত রাখবে। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার।মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন। এটি এমন একদিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন। আপনি আজ একটি খুব প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন।

প্রতিকার :- বাড়িতে আপনার গৃহদেবতার লোহার মূর্তিকে পূজা করুন, এর ফলে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, January 7, 2024)

অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন। কেউ আপনার প্রশংসা করতে পারে। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন। আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন। আপনি এমন কোনও রেস্তোঁরাও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয়।

প্রতিকার :- কোনো গোশালায় নিজের ওজনের সমান ওজনের বার্লি দান করলে তা আপনার জন্য ভালো স্বাস্থ্যের প্রতীক হবে।

ধনু রাশিফল (Sunday, January 7, 2024)

আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্খায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে- আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সবকিছুই করুন। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। কোন কাছের আত্মীয় আরো বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে। সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক; আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ শুরু করতে পারেন।

প্রতিকার :- নিজেরদের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভবন বিষ্ণুর মৎস্যভাতার কথা পাঠ করুন।

মকর রাশিফল (Sunday, January 7, 2024)

মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আজ ইভটিজিংকে মেনে নেবেন না। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে। দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

কুম্ভ রাশিফল (Sunday, January 7, 2024)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে- আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায়-আপনার এমন কোন কাজ করা উচিত নয়- যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে- যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত। আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন। আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না। অতএব, আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

মীন রাশিফল (Sunday, January 7, 2024)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে। কারও সংস্থায় আটকে যা আপনি বেশি উপভোগ করেন না তা আপনাকে বিরক্ত করতে পারে। সুতরাং, আপনি কাকে দিয়ে বাইরে যাবেন তা বুদ্ধিমানের সাথে চয়ন করুন।

প্রতিকার :- ঘন ঘন সবুজ জামাকাপড় পড়লে তা আপনার জীবনে পসিটিভ পরিবর্তন আনবে।

WestBengalBangla

Jan 07 2024, 07:50

*বাড়বে উত্তরের হাওয়ার দাপট, জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা।আপাতত দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর।পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিগত কিছুদিনে তাপমাত্রা সামান্য বেড়েছে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে সূত্রের খবর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াস।

তবে ১০ই জানুয়ারির পর থেকেই আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। বেশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। ফের একবার শুরু হবে শীতের স্পেল।

চলতি সপ্তাহে দার্জিলিঙে ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা।তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।

WestBengalBangla

Jan 06 2024, 18:42

*BJP will show the inauguration of Ram Mandir live across the country*

SBNB : Bharatiya Janata Party wants to show the inauguration of Ram Mandir live across the country That is why when Prime Minister Narendra Modi will inaugurate the Ram Mandir on January 22, the BJP will organize a live telecast at the booth level across the country. According to the sources, necessary instructions have been sent to the BJP workers In that order, the workers have been told to install big screens in booths The live telecast will run on that screen .

WestBengalBangla

Jan 06 2024, 18:41

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরুলিয়ার ঝালদা হাটতলা ময়দানে জনসভা

এসবি নিউজ ব্যুরো: বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পুরুলিয়ার ঝালদা হাটতলা ময়দানে একটি জনসভা করেন আজ। সেই জনসভা থেকে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন ।

সঙ্গে সঙ্গে পুরুলিয়ার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী , বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো , পুরুলিয়ার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো কয়লা মাফিয়া লালার কাছ থেকে মাসে কত টাকা মাসোয়ারা নিতেন তা মোবাইল দেখে পাতা নম্বর ধরে ধরে উল্লেখ করেন। এবং গতকাল সন্দেশখালি ঘটনার যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং শাহাজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন সেই বিষয়টি উল্লেখ করতে ভুলেন নি ।